Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভবিষ্যৎ পরিকল্পনা

ভবিষ্যৎ পরিকল্পনা ঃ

কর্মসংস্থান সম্প্রসারণে আরও যা যা প্রয়োজনঃ
১। শিল্প কারখানা পরিদর্শন কর্মসূচি।
২। জব ফেয়ারের সুব্যবস্থা।

 

 যে সকল ট্রেড/কোর্স চালু করার চাহিদা আছেঃ   

 ১। ইলেকট্রনিক্স
২। রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং
৩। গ্রাফিক্স ডিজাইন

 

অবকাঠামোগত সম্প্রসারণ চাহিদাঃ

১।  হোস্টেলের  উর্ধ্বমুখী  সম্প্রসারণ
২। স্টাফ ডর্মেটরি স্থাপন
৩। পৃথক সেন্ট্রাল স্টোর স্থাপন
৪। সুপরিসর গার্ড রুম স্থাপন
৫। একাডেমিক ভবনের উর্ধ্বমুখী সম্প্রসারণ(পৃথক বিজ্ঞানাগার, মিলনায়তন, অফিস কক্ষ ও প্রার্থনা কক্ষ ও ব্যায়ামাগারের জন্য)
৬। সুপরিসর তথ্য প্রযুক্তি ল্যাব স্থাপন
৭। প্রয়োজনীয় সুযোগ সুবিধা সম্বলিত পূর্ণাঙ্গ প্রাথমিক চিকিৎসা কেন্দ্র স্থাপন
৮। পূর্ণাঙ্গ ভাষা শিক্ষা ল্যাব স্থাপন
৯। সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহের জন্য জেনারেটর এর ব্যবস্থা বা অত্র কেন্দ্রের ছাদে অবস্থিত সোলার প্যানেলের সাথে ব্যাটারি সংযুক্ত করা।
১০। প্রত্যেকে  ল্যাবে মাল্টিমিডিয়া সংযুক্ত করা।

 

 অন্যান্য চাহিদা ঃ
১। আসবাব পত্রের সংখ্যা বৃদ্ধি।
২। প্রশিক্ষক ও কর্মচারীর সংখ্যা বৃদ্ধি।
৩। প্রশিক্ষক ও স্টাফদের প্রশিক্ষণের সুব্যবস্থা।
৪। প্রয়োজনীয় পরিমাণ আর্থিক বরাদ্দ।
‘৫। শিক্ষার্থীদের যাতায়াত ও শিল্পকারখানা পরিদর্শনের জন্য যানবাহনের সুব্যবস্থা।