Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
Admission is going on for 3 months regular short course for January-March, 2023 AD session.
Details

নিয়মিত শর্ট কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো কর্তৃক পরিচালিত ব্রাহ্মণবাড়িয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে যুব ও যুব মহিলাদের দেশে-বিদেশে কর্মসংস্থানের জন্য দক্ষতার প্রশিক্ষণ প্রদানে জানুয়ারী-মার্চ, ২০২৩ খ্রিঃ সেশনে নিম্নলিখিত নিয়মিত শর্ট কোর্সসমূহে “আগে আসলে আগে ভর্তি” ভিত্তিতে ভর্তি চলিতেছে। উল্লেখ্য ভর্তি ফি ১২ টাকা, টিউশন ফি ৩৬ টাকা এবং প্রশিক্ষণ ফি সম্পূর্ণ ফ্রি। প্রশিক্ষণ শেষে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড/ জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ/ বিএমইটি’র দক্ষতার সনদ প্রাপ্তদের দেশে ও বিদেশে চাকরীর যথেষ্ট সুযোগ রয়েছে। প্রশিক্ষণার্থীদের আবাসনের জন্য পুরুষ ৫০ সিটের ও মহিলা ২০ সিটের ডরমেটরি ভবন রয়েছে।

ফরম বিতরন ও জমাদানের তথ্যাদিঃ
ফরম বিতরণ ও জমাঃ ১৭ নভেম্বর, ২০২২ খ্রিঃ তারিখ হতে ২৬ ডিসেম্বর, ২০২২ খ্রিঃ তারিখ অফিস চলাকালীন সময় পর্যন্ত।
ভর্তি পরীক্ষাঃ ২৭ ডিসেম্বর, ২০২২খ্রিঃ তারিখ সকাল ৯:০০ ঘটিকা(শুধুমাত্র কম্পিউটার ট্রেড)।
ফলাফলঃ ২৭ ডিসেম্বর, ২০২২খ্রিঃ তারিখ বিকাল ৩:০০ ঘটিকা(ফেসবুক, ওয়েবসাইট ও নোটিশ বোর্ড)।
ক্লাশ শুরুঃ ০১ জানুয়ারী, ২০২৩ খ্রিঃ(সকাল ৯:০০ টা হতে)।

আবেদনপত্রের সহিত যে সকল কাগজপত্রাদি জমা দিবে হবেঃ
১) প্রার্থীর ২ কপি সদ্য তোলা ছবি;
২) NID/ Birth Certificate এর ফটো কপি;
৩) শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্রের ফটোকপি;
৪) আবেদন পত্রে অবশ্যই মোবাইল নম্বর লিখতে হবে;
৫) বৈদেশিক চাকরী প্রার্থীদের পাসপোর্টের ফটোকপি।


বিঃ দ্রঃ NTVQF Assessment  এর জন্য ৫৫০.০০ টাকা জমা দিতে হবে।


Image
Publish Date
15/11/2022
Archieve Date
26/12/2022