Title
Selection process for admission of trainees of Driving with Automechanics course for 11th batch April-June, 2024 AD session is held through lottery.
Details
ব্রাহ্মণবাড়িয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে দেশ-বিদেশে কর্মসংস্থানের জন্য ড্রাইভিং প্রশিক্ষণ প্রদান শীর্ষক প্রকল্পের আওতায় ড্রাইভিং উইথ অটোমেকানিক্স কোর্সের ১১তম ব্যাচের এপ্রিল-জুন, ২০২৪খ্রিঃ সেশনের প্রশিক্ষণার্থীদের ভর্তিকৃত বাছাই কার্যক্রম লটারির মাধ্যমে অনুষ্ঠিত হয়।
উক্ত লটারিতে উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের ফলাফল নিম্নরূপ। উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদেরকে বিজ্ঞপ্তি মোতাবেক যোগাযোগপূর্বক ভর্তি হওয়ার জন্য অনুরোধ করা হল।
উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন অত্র কেন্দ্রের অধ্যক্ষ জনাব ওয়ালিউল্লা মোল্লা মহোদয়।